গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই, মদ্যপ গাড়ি চালক পুলিশের হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৭ অক্টোবর : মদ্যপ গাড়ি চালকের  তাণ্ডবে গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই।  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
 ঘটনার বিবরণে জানা যায়, কৈলাশহর ট্রেন্ডস শপিং মলের সামনে ১টি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় ১ মহিলা এবং ১ পুরুষ।  টিআর০২-জি-০৭৬৯  নম্বরের একটি গাড়ি অতিদ্রুতগতিতে গোবিন্দপুরের দিক থেকে বের হয়ে ট্রেন্ডস শপিং মলের সামনে এসে গাড়িটি পেছনে যাওয়ার  সময় পরপর পেছনে থাকা একটি টুকটুককে সজোরে প্রথমে ধাক্কা দেয়। এরপর একটি বাইক্কে ধাক্কা দেয়। যার ফলে বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়। এখানেই শেষ নয় । পেছনে থাকা এক মহিলাকে সজুড়ে ধাক্কা ওই মদ্যপ গাড়ির চালক। যার ফলে মহিলাটির পা ভেঙ্গে যায় এবং গুরুতর অভাবে আহত হয়ে রাস্তাতেই তিনি লুটিয়ে পড়েন। ওই মহিলার নাম অসীমা দেব এবং বাইক আরোহীর নাম রাজু মালাকার।  
 এদিকে তড়িঘড়ি খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।  গুরুতর আহত পুরুষ এবং মহিলাটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুরুষ এবং মহিলা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
 অন্যদিকে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। গাড়ি এবং গাড়ির চালককে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে, গাড়ির চালক বিভিন্ন ধরনের নেশা সেবন করে। আজও সে নেশা সেবন করে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। আজ সকাল থেকেই কৈলাশহরের বিভিন্ন এলাকায় সে দুর্ঘটনা ঘটিয়েছে বলেও খবর রয়েছে । ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরজুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।