কাতি বিহু-র আন্তরিক অভিনন্দন রাজ্যপাল কাটারিয়ার

গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : শুভ ‘কাতি বিহু’ (কার্তিক সংক্রান্তি)-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল কাটারিয়া বলেছেন, কৃষিভিত্তিক এই উৎসব পালনের মধ্য দিয়ে রাজ্যের শস্য-শ্যামলা খেত সোনায় ভরপুর হয়ে রাজ্যের কৃষককুলের মধ্যে নতুন আশা ও উদ্যম সৃষ্টি করবে। অসমের যেহেতু একটি কৃষিনির্ভর অর্থনীতি রয়েছে এবং রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই এই বিহু উদযাপনের গুরুত্ব অপরিসীম।

বার্তায় রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া বলেন, ‘আশা করি কৃষিখেতে প্রজ্বলিত শুভ প্রদীপ পোকামাকড়কে ধ্বংস করে উচ্চ ফলন দিতে সহায়তা করবে। বিহু, যা অসমের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ, কাতি বিহু উদযাপন ফসলকে স্বাস্থ্যকর এবং পোকামাকড় থেকে মুক্ত করতে সহায়তা করবে। কাতি বিহুর প্রদীপের আলো আমাদের সমাজ থেকে অপশক্তি, বিভেদের অন্ধকার দূর করে নিয়ে আসবে সম্প্রীতির বন্ধন।’

রাজ্যপালের আহ্বান, ‘আসুন আমরা সবাই ধান খেতে, পবিত্র তুলসী গাছের সামনে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে ঘরে আনার প্রার্থনা করি, তাঁর পূজা করি। কৃষিখেতে মাটির প্রদীপ দেওয়ার আচার যেন কৃষির সাথে জড়িত সমস্ত ত্রুটি ধ্বংস করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *