তেল আভিভ, ১৭ অক্টোবর (হি.স.): আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন বুধবার ইজরায়েল সফরে যাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের জনগণকে সহমর্মিতা জানাতেই মার্কিন রাষ্ট্রপতির এই ইজরায়েল সফর। আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, “বুধবার ইজরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইজরায়েল, এই অঞ্চল এবং বিশ্বের জন্য একটি সংকটময় মুহূর্তে এখানে আসছেন। প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংহতি পুনর্নিশ্চিত করবেন।”
ইজরায়েল থেকেই আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, “রাষ্ট্রপতি হামাসের হাতে বন্দিদের মুক্তি নিশ্চিত করতে আমাদের ইজরায়েলি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল একটি পরিকল্পনা তৈরি করতে সম্মত হয়েছে, যা দাতা দেশ এবং বহুপাক্ষিক সংস্থার মানবিক সহায়তা গাজার বেসামরিক মানুষদের কাছে পৌঁছাতে সক্ষম করবে।”