BRAKING NEWS

দুর্গাপুর শুকিয়ে যাচ্ছে, তোপ শুভেন্দুর

পশ্চিম বর্ধমান, ১৭ অক্টোবর (হি.স.): সদ্য কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করে গিয়েছেন অমিত শাহ। আর এসে,’ রাজনীতির কোনও কথা বলব না’ বলেও ‘বাংলায় পরিবর্তনের’ বার্তা দিয়ে উসকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম রাম মন্দির। আর এখানেই বাংলার দুর্গাপুজোয় লোকসভার হাওয়া। আর মঙ্গলবার দুর্গাপুরে পুজো উদ্বোধনে এসে আরও একধাপ এগিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘দুর্গাপুরে শিল্প শুকিয়ে যাচ্ছে..’। বিরোধী দলনেতার নিশানায় এবার কে?

এদিন শুভেন্দু অধিকারী বলেছেন,’ ষষ্ঠীর বোধনের সময় থেকে সপ্তমীর নির্ঘণ্ট, অষ্টমীর পুস্পাঞ্জলী থেকে দধিকর্মার সময় নির্দিষ্ট থাকে। আমরা এইগুলি মেনেই এই পুজো করি। আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের দুর্গাপুর, যদিও দুর্গাপুর এখন বিশেষ করে শিল্পের ক্ষেত্রে অনেকটাই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এটা আমরা কেউ আশা করি না। তবু দুর্গাপুর, দুর্গাপুর..। পশ্চিমবঙ্গের পশ্চিমঞ্চলের রাজধানী হল দুর্গাপুর..।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *