বাসন্তী, ১৭ অক্টোবর (হি. স.) জোড়া মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাসন্তীতে। মঙ্গলবার সকালে প্রথম মহিলার মৃতদেহ উদ্ধার হয় বাসন্তী থানার ভরতগড় এলাকার একটি জলাশয় থেকে। রাস্তার পাশের ঐ জলাশয়ে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাসন্তী থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত নফরগঞ্জ স্কুল মোড় এলাকায় কলাগাছের ঝোপ লাগোয়া একটি জলাশয় থেকে আরও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।
দুই মহিলাই অজ্ঞাত পরিচয়। তাঁরা বহিরাগত বলেই পুলিশের প্রাথমিক অনুমান। তবে কি ভাবে মৃত্যু সে বিষয়ে পুলিশ এখনও জানতে পারেনি। এরা কারা, কিভাবে এখানে এল, এই মৃত্যুর পিছনে সঠিক কারনই বা কি সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী ও ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।