আইজল, ১৭ অক্টোবর (হি.স.) : মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর কাঁধে ভর করে মিজোরামে প্রবেশের চেষ্টা করছে বিজেপি-আরএসএস। আজ মঙ্গলবার লুংলেই জেলা সদরে এক নির্বাচনী সমাবেশে বলেছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী।
তিনদিনের সফর সূচি নিয়ে গতকাল মিজোরামে এসেছেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী। আজ লুংলেই শহরে আয়োজিত এক নির্বাচনী গণ-সমাবেশে প্রধান বক্তা হিসেবে প্রদত্ত ভাষণে রাহুল বলেন, মিজো ন্যাশনাল ফ্রন্ট (জোরামথাঙ্গা নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল) বা জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি জানে, এমএনএফ বা জেডপিএম, এগুলোর যে কোনও একটি দল মিজোরামে ক্ষমতায় বসলে রাজ্যে তাদের কাজ চালানো সহজ হবে।’
রাহুল গান্ধী রাজ্যের জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন, ‘বিজেপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করে। তাই এমএনএফ-কে একটি ভোট দিলে আখেরে বিজেপিরই লাভ। এমএনএফ বা জেডপিএম জয়ী হলে বিজেপি খুব খুশি হবে৷ কেননা, এতে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্ম (খ্রিষ্টান), আপনাদের ঐতিহ্যের ওপর আক্রমণ করার কাজ চালিয়ে যেতে পারবে।’
প্রসঙ্গত, গতকাল মিজোরামে এসে রাহুল গান্ধী আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে প্রচার শুরু করেছেন৷ আজ তিনি একটি স্কুটারে চড়ে মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল থানহাওলার বাসভবনে গিয়েছিলেন৷ প্রসঙ্গত, পাঁচবারের মুখ্যমন্ত্রী লাল থানহাওলাকে কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি৷ গতকাল সোমবার আইজলে অবতরণ করে রাজভবনের উদ্দেশ্যে পদযাত্রাও করেন রাহুল। পদযাত্রা শেষ করে তিনি রাজভবনের সামনে এক সমাবেশে ভাষণ দেন। ভাষণ দিতে গিয়ে তিনি ক্ষমতাসীন এমএনএফ-বিজেপি জোটের নিন্দা করে, নানা অভিযোগে অভিযুক্ত করেছেন।

