উত্তরাখণ্ডের হরিদ্বারে কারখানার গুদামে ভয়াবহ আগুন

হরিদ্বার, ১৭ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। মঙ্গলবার ভোরে রায়পুর ইন্ডাস্ট্রিজ এলাকার ভগবানপুরে একটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার গুদামে থাকা সব জিনিষপত্র পুড়ে যায়। দমকল বিভাগের একাধিক গাড়ি অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ পুলিশ ভগবানপুরের কারখানার গুদামে আগুন লাগার খবর পায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর পেয়ে সিএফও ঘটনাস্থলে এসেছিলেন।
আগুন এতটাই ভয়াবহ ছিল যে কয়েক লক্ষ লিটার জল ও কয়েকশ লিটার ফোম ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় ৭-৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।