নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৬ অক্টোবর : অতিসত্বর ২০২২ সালের টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে সোমবার চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা।উল্লেখ্য তারা গত ৪ অক্টোবর তারা শিক্ষা ভবনে অধিবেশন দিয়েছিল। এদিন পুনরায় সোমবার শিক্ষাভবনে আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায়। কিন্তু দপ্তরের আধিকারিককে পায় নি তারা। তারপর পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান টেট ওয়ান ১৯৪ জন এবং টেট টু ১৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে না। তাদের মধ্যে অনেকে বয়সত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সকলকে একসাথে অতিসত্বর নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান তারা।
2023-10-16