সুরেন্দ্রনগর, ১৬ অক্টোবর (হি.স.): গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। রবিবার রাতের এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। ওই বাসে ৫৫-৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লাখতার তালুকের অন্তর্গত ওয়ানা গ্রামের কাছে, জুনাগড়গামী একটি রাষ্ট্রীয় পরিবহন বাস উল্টে গিয়ে অন্ততপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় বিজেপি বিধায়ক জগদীশ মাকওয়ানা বলেছেন, রবিবার রাত ১২.১৫ মিনিট নাগাদ দেওদর থেকে জুনাগড়গামী একটি বাস ওয়ানা গ্রামের কাছে উল্টে যায়। বাসে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে প্রায় ৪০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী।