ভূপেশ বাঘেল সরকারের আমলে শুধুমাত্র গান্ধী পরিবারই খুশি : অমিত শাহ

রাজনন্দগাঁও, ১৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও-এ একটি নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “ভূপেশ বাঘেল সরকার অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, গোটা রাজ্যে মদ নিষিদ্ধ করার কথা বলেছিল, সে সব কী হল? তাঁরা বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, সেটার কী হল? ভূপেশ বাঘেলের সরকারের অধীনে ওবিসি, আদিবাসী, মহিলা, কৃষক কেউই সুখী নয়…শুধুমাত্র গান্ধী পরিবারই খুশি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, রমন সিংয়ের অধীনে ছত্তিশগড় উন্নত রাজ্যে পরিণত হয়েছিল; পূর্ববর্তী কংগ্রেস শাসনের অধীনে হয়ে উঠেছে বিমারু। অমিত শাহ আরও বলেছেন, আমি ভূপেশ বাঘেলকে প্রশ্ন করতে চাই, এই পাঁচ বছরে তিনি কী কী করেছেন? এই আসন্ন বিধানসভা নির্বাচন সরকার অথবা নেতা নির্বাচনের নয়, এটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সোনার ছত্তিশগড় গড়ার নির্বাচন।”