নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর : শিক্ষক কর্মচারী সহ জনগণের বিভিন্ন দাবিকে সামনে রেখে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। সোমবার মেলারমাঠস্থিত সমন্বয় ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি বলেন, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘ ৭ দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে দীর্ঘ সময় ধরেই সারা দেশব্যাপী লড়াই করলেও বর্তমান সরকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে না। তাই আগামী ৩ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘ ও কনফেডারেশন অব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীজ এন্ড ওয়ার্ডার এক শিক্ষক-কর্মচারী সমাবেশের আয়োজন করবে। সমাবেশে এস.টি.এফ.আই, রেলওয়ে, সারা ভারত বীমা কর্মচারী সমিতি সহ অন্যান্যরাও অংশগ্রহণ করবে। সমাবেশকে সফল করার জন্য রাজ্যে রাজ্যে চলছে বিভিন্ন ধরনের প্রচার কর্মসূচি। রাজ্যেও গত ১১ জুন আগরতলা টাউন হলে যৌথ কনভেনশন করা হয়েছিল। এরপর জুলাই-আগস্ট মাসব্যাপী প্রতিটি জেলাতেও কনভেনশন করা হয়েছে। গত ৮ আগস্ট ৭ দফা জাতীয় দাবির সাথে ত্রিপুরা রাজ্যের কিছু দাবি নিয়ে আগরতলার জাঠা কর্মসূচী পালন করার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসন নির্ধারিত সময়ে জাঠা কর্মসূচির অনুমতি দেয়নি, আগামী ১৮ অক্টোবর আগরতলা প্যারাডাইস চৌমুহনিতে রাজ্যের শিক্ষক কর্মচারি সহ জনগনের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে পথসভা সংগঠিত করবে। মূলত দাবি অবিলম্বে রাজ্যের শিক্ষক কর্মচারি ও পেনশনার্সদের বকেয়া ২২ শতাংশ ডি.এ এবং ডি. আর প্রদান করা। দ্বিতীয়ত – সমস্ত ধরনের আউট সোসিং ও চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করে সমস্ত শূন্যপদে নিয়মিত কর্মচারী নিয়োগ করা। সমস্ত ধরনের চুক্তিবদ্ধ, আউট সোর্সড, দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত কর্মচারি সহ সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। বৰ্দ্ধিত বিদ্যুৎ মাশুল ও সম্পত্তিকর প্রত্যাহার করা বলে জানান তিনি।
2023-10-16