গুয়াহাটি, ১৬ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে নিজের অধিক্ষেত্রের অধীনে কয়েকটি ট্রেনের সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জোনের মধ্যে অন্যান্য ট্রেনের চলাচলকে সুগম করার লক্ষ্যে ট্রেন নম্বর ০৫৬৯৫/০৫৬৯৬ আগরতলা-শিলচর-আগরতলা স্পেশাল, ট্রেন নম্বর ০৫৯২২/০৫৯২১ নিউ তিনসুকিয়া-ধুবড়ি-নিউ তিনসুকিয়া ত্রিসাপ্তাহিক স্পেশাল, ট্রেন নম্বর ০৫৬৩৮/০৫৬৩৭ শিলচর-নাহরলগুন-শিলচর স্পেশাল এবং ট্রেন নম্বর ০৫৬২৮/০৫৬২৭ আগরতলা-গুয়াহাটি-আগরতলা স্পেশালের সময়সূচিতে সংশোধন করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ সোমবার এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর দিয়ে জানান, ট্রেন নম্বর ০৫৬৯৫/০৫৬৯৬ আগরতলা-শিলচর-আগরতলা স্পেশাল ১৪ অক্টোবর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতি ও শনিবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। সংশোধিত সময়ের সাথে ট্রেন নম্বর ০৫৬৯৫ আগরতলা-শিলচর স্পেশাল আগরতলা থেকে ০৬.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শিলচরে ১১.৫০ ঘণ্টায় পৌঁছবে। সংশোধিত সময়ের সাথে ট্রেন নম্বর ০৫৬৯৬ শিলচর-আগরতলা স্পেশাল শিলচর থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে আগরতলায় পৌঁছবে ২২.৩০ ঘণ্টায়। এছাড়া আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও অরুণাচল স্টেশনে এই ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
বিস্তারিত তথ্য দিয়ে সব্যসাচি দে আরও জানান, ট্রেন নম্বর ০৫৯২২ নিউ তিনসুকিয়া-ধুবড়ি ত্রিসাপ্তাহিক স্পেশাল ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে নিউ তিনসুকিয়া থেকে ১৪.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৪.৩০ ঘণ্টায় ধুবড়ি পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৯২১ ধুবড়ি-নিউ তিনসুকিয়া ত্রিসাপ্তাহিক স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বুধ, শুক্র এবং সোমবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে ধুবড়ি থেকে ০৫.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ২২.০০ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে। এছাড়া ধেমাজি, হারমতি, ওদালগুড়ি, রঙিয়া, টিহু, নিউ বঙাইগাঁও এবং সাপটগ্রাম স্টেশনে এই ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
এভাবে ট্রেন নম্বর ০৫৬৩৮ শিলচর-নাহরলগুন স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রত্যেক সোমবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে শিলচর থেকে ১৩.৫০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৮.৪০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৬৩৭ নাহরলগুন-শিলচর স্পেশাল ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে নাহরলগুন থেকে ১০.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৫.২০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। এছাড়া নিউ হাফলং, লামডিং জংশন, ডিমাপুর, মরিয়নি, নিউ তিনসুকিয়া, ধেমাজি ও হারমতি স্টেশনে এই ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
ট্রেন নম্বর ০৫৬২৮ আগরতলা-গুয়াহাটি স্পেশাল ১৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে আগরতলা থেকে ১৯.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৮.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৬২৭ গুয়াহাটি-আগরতলা স্পেশাল ২০ অক্টোবর থেকে ১ ডিসেম্বর প্রত্যেক শুক্রবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে গুয়াহাটি থেকে ১৩.১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৪.১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এছাড়া আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, লামডিং জংশন ও হোজাই স্টেশনে এই ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।