আগরতলা, ১৬ অক্টোবর: গতকাল গভীর রাতে উড়ালপুলে গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। খবর পেয়ে দমকলকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল গভীর রাতে খবর আসে আগরতলা উড়ালপুলে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই যুবক। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় দমকলবাহিনীকে।দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। মৃত দুই যুবককে নাম, সুবীর ও অমিত। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।