স্বর্ণ ব্যবসায়ীদের বিক্ষোভ সোনারপুরে

সোনারপুর, ১৬ অক্টোবর (হি. স.) : সোনার দোকানে লুঠ ও ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় দক্ষিণ দিনাজপুরের সোনারপুরে আন্দোলনে নামলেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সোম‍বার সোনারপুর থানার সামনে বিক্ষোভ দেখান ও স্মারক লিপি জমা দেন। তাদের দাবী প্রশাসন ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

১৩ই অক্টোবর সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে দুটি বাইকে করে দুষ্কৃতিরা আসে। তারা দোকানের মধ্যে ঢুকে ব্যবসায়ী সজল বাড়ুই-এর উপর হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে তার মাথায় মারে। দোকানের মধ্যে থাকা সোনার গয়না ও টাকা লুঠ করে নিয়ে পালায়। পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিরা শুন্যে গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এরই প্রতিবাদে এদিন আন্দোলন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন তারা।