পাথারকান্দিতে হিন্দু জাগরণ মঞ্চের বস্ত্র বিতরণ

পাথারকান্দি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : পাথারকান্দিতে শারদীয়া দু্গোৎসব উপলক্ষ্যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। পাথারকান্দি ব্লকের শ্রীপুরে নির্মীয়মাণ হিন্দু জাগরণ মঞ্চের কার্যালয় ভবনের কাজে নিয়োজিত মিস্ত্রি ও তাদের পরিবার সহ মোট ৩১ জনের মধ্যে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিয়েছে সংগঠনের কার্যকর্তারা।

হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাথারকান্দি প্রখণ্ডের কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে উপহার-স্বরূপ বস্ত্র তুলে দিয়েছেন।

উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ক্ষেত্র সংগঠনমন্ত্রী তথা অখিল ভারতীয় সহ শারীরিক প্রমুখ বিজয় পাল, প্রখণ্ড সংযোজক অনিরূদ্ধ নাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের খণ্ড ব্যবস্থা-প্রমুখ আশুতোষ দাস, মৃন্ময় দেব সহ অন্যরা।