ভাগনেকে কুড়োল দিয়ে কুপিয়ে খুনের অপরাধে মামা্কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ অক্টোবর : ভাগনেকে কুড়োল দিয়ে কুপিয়ে খুনের অপরাধে মামাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছিল বিগত ২০১৯ সালের ১৭ই জুলাই সন্ধ্যায় খোয়াই থানাধীন পূর্ব সোনাতলা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় দুলাল তাঁতির বাড়ীতে। দুই পরিবারের মধ্যে পারিবারিক কোনো বিবাদ নিয়ে মামা দুলাল তাঁতির সাথে ভাগনে রাহূল তাঁতির রেষারেষির পরিণতিতেই ঘটনাটি ঘটে। সেদিন বিকেলে পাড়ার কোন একস্থানে দুলাল তাঁতি নাকি তার বোন শঙ্করী তাঁতি ও তার দুই ভাগনে রাহূল তাঁতি ও রাজেশ তাঁতিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। রাজেশ তাঁতি তখন সেখানে উপস্থিত ছিল। সে বাড়ীতে গিয়ে তার মা ও দাদাকে মামার গালিগালাজের বিষয়টি জানায়। রাজেশের দাদা রাহূল তাঁতি সন্ধ্যার সময় গালিগালাজের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে তার মামা দুলাল তাঁতির বাড়ীতে যায়। সেখানে মামা ও ভাগ্নের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। দুলাল তার মেয়ের সাথে রাহুলের অবৈধ সম্পর্কের অভিযোগ আনলে বিবাদ তুঙ্গে উঠে। শুরু হয় হাতাহাতি। তখনই মামা দুলাল তাঁতি তার ভাগ্নে রাহুল তাঁতির ঘাড়ে ধারালো কূড়োল দিয়ে কোপ বসিয়ে দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় রাহূল তাঁতি। রক্তাক্ত রাহূল তাঁতি(২০)কে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রাহুলের মা শঙ্করী তাঁতি তার ভাই দুলাল তাঁতির বিরুদ্ধে রাহূল তাঁতিকে খুনের অভিযোগ আনলে পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে। যার নাম্বার ( ৭০/২০১৯)। পুলিশের তদন্তের শুরুতেই পালিয়ে যায় অভিযুক্ত দুলাল তাঁতি।পরে একসময় আদালতে আত্মসমর্পণ করে।তদন্ত শেষে এস আই মোহাম্মদ সায়েদ উদ্দীন ৩১শে মে ২০২০তারিখে আদালতে চার্জশিট দাখিল করলে শুনানি শুরু হয়। আদালতে সরকারপক্ষে মোট এগারোজন সাক্ষি দিয়েছেন। আদালতে ভাগ্নে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় মামা দুলাল তাঁতি। সোমবার খোয়াইয়ে অতিরিক্ত জেলা বিচারক রাজীব ভট্যাচার্য্য ভারতীয় দণ্ডবিধির ৩০২ধারায় দুলাল তাঁতি(৪৮)কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরো ছয় মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। সরকারপক্ষে মামলা পরিচালনা করেছিলেন আইনজীবী অভিজিৎ ভট্যাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *