নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর : নিরাপত্তাহীনতায় ভুগছে শহর আগরতলা। স্মার্ট সিটির কাজ নিয়ে শহরে দুইভাগে বিভক্ত ঠিকাদারদের মধ্যে চলছে লড়াই। এবার আগরতলা শহরে প্রাণকেন্দ্র মেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হলেন নন্দন সেন নামে এক ঠিকাদার। আহত ঠিকাদারের অভিযোগ অশ্বিনী ধানুক নামে এক দুর্বৃত্ত তাকে মারধর করেছে।ঘটনার সূত্রপাত স্মার্ট সিটির কাজ নিয়ে। শহরে চলছে স্মার্ট সিটির কাজ। নন্দন সেন স্মার্ট সিটির অন্তর্ভুক্ত পি ডব্লিউ ডি ভিশন ওয়ান দ্বারা কাজ পায়। তিনি আগরতলা শহরের রোড সেফটির কাজ করাচ্ছেন।
কিন্তু এ বিষয়টা নিয়ে অন্য এক ঠিকাদার গোষ্ঠীর সাথে তার আভ্যন্তরীন লড়াই চলছে বলে অভিযোগ। আর এর জেরে রবিবার রাতে মেলারমাঠ এলাকায় অভিযুক্ত এসে তাকে মারধর করেছে। পরবর্তী সময় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি জানান থানায় মামলা দায়ের করবেন।
উল্লেখ্য, আগরতলা শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। আর সেই কাজে ভাগ বসাতে ঠিকাদারদের মধ্যে চলছে লড়াই। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় ঘটনা। কাজ নিয়ে স্বজনপোষনেরও অভিযোগ উঠেছে।