করিমগঞ্জ (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলাধীন ভারত-বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের পথে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। শনিবার গভীর রাতে ভারত-বাংলা সীমান্তবর্তী ভিতরগুল এলাকা থেকে নেশা সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর অভিযানকারী দল।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ওপর ভিত্তি করে অভিযান চালিয়েছিল ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। সীমান্তে কাঁটা তার সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১,৬০০টি ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য ১৬ লক্ষ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।