অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে দুই কেজি হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার দুই

চণ্ডীগড়, ১৫ অক্টোবর (হি.স.) : পাঞ্জাবের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাদকদ্রব্য আনা ও বিক্রি করার সাথে জড়িত থাকায় একটি গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছ থেকে আড়াই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে ড্রোনের মাধ্যমে এই হেরোইন পাকিস্তান থেকে ফেলা হয়।

রবিবার পুলিশ জানিয়েছে, অটলগড় গ্রামের বাসিন্দা লভজিৎ সিং এবং কাউঙ্কের বাসিন্দা নিশান সিংকে ভান্দে গ্রামের কাছে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।