গোয়া: ১
ত্রিপুরা: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি ত্রিপুরার জুনিয়র ফুটবলাররা। খেলা চলছে দিল্লিতে ৬২ তম জুনিয়র বালক অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার প্রথম ম্যাচে ত্রিপুরা মিজোরামের সৈনিক স্কুল কে দুর্দান্তভাবে ৪-১ গোলে পরাজিত করে দ্বিতীয় ম্যাচের জন্য মনোবল বাড়িয়ে নিয়েছিল। কিন্তু আজ, রবিবার দ্বিতীয় ম্যাচে গোয়ার স্কুল দলের কাছে ০-১ গোলে হেরে অনেকটাই নিরাশ হয়েছে। কেননা আগামীকাল ও পরশু আরও দুটো গ্রুপ লীগের ম্যাচ রয়েছে যথাক্রমে আসাম ও হরিয়ানার বিরুদ্ধে। দুটো দল-ই আপাতত জয়ের মধ্যে রয়েছে এবং গ্রুপ লীগে তালিকার উপরে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল একটি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। বলাবাহুল্য, সদ্য সমাপ্ত সাব জুনিয়র বালক বিভাগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে। লীগ পর্যায়ের খেলায় পরপর তিন ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। শেষ আটের লড়াইয়ে ঝাড়খণ্ডের কাছে ন্যূনতম গোলে হেরে বিদায় নিতে হয়েছে।