মুম্বাই, ১৫ অক্টোবর (হি.স.) : খুবই অদ্ভুত ব্যাপার! এবারের বিশ্বকাপে একে একে অধিনায়কেরা চোটে পাচ্ছেন। গত দুদিনের মধ্যেই চোটে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এই দুইজনের বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। এরপর গতকাল শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা চোট পেয়ে বিশ্বকাপের বাইরেই চলে গেলেন। ঊরুর মাংসপেশিতে তিনি চোট পান ১০ অক্টোবর পাকিস্তান ম্যাচে। শানাকার জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে এসেছেন চামিকা করুনারত্নে। আইসিসি এই পরিবর্তন এরই মধ্যে অনুমোদন দিয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হারিয়ে ফেলা বড় ধাক্কা ছিল শ্রীলঙ্কার। এবার অধিনায়ককেই হারিয়ে ফেলে তারা আরো বিপদে পড়ে গেল। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগবে শানাকার।