ভোপাল, ১৫ অক্টোবর (হি.স.) : নবরাত্রি উৎসব উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার মুখ্যমন্ত্রী অভিনন্দন জানানোর পাশাপশি রাজ্যের মানুষের সুখ, সমৃদ্ধিও কামনা করেন।
সোশ্যাল মিডিয়ায় রবিবার মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন, দেবী সর্ব ভূতেষু, শক্তি রূপ সংস্থিতা, নমস্তেষ্যই, নমস্তেষ্যাই নমস্তেষ্যই নমো নমঃ। মা আদিশক্তির আরাধনার মহান উৎসব শারদীয়া নবরাত্রিতে আপনাদের সকলকে শুভেচ্ছা। প্রার্থনা করি মায়ের কৃপায় প্রতিটি ঘরে ঘরে সুখ, সমৃদ্ধি আসুক এবং প্রতিটি জীবন ভালোবাসা ও সম্প্রীতির মধুর আলোয় আলোকিত হোক ॥জয় মা অম্বে॥ বিজেপির রাজ্য সভাপতি ভি ডি শর্মাও নবরাত্রির শুভেচ্ছা জানাতে গিয়ে লেখেন, শক্তি উপাসনার উৎসব নবরাত্রি উপলক্ষ্যে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। মাতারাণীর অসীম কৃপা সবার ওপর সর্বদা থাকুক। জয় মাতা দি।