BRAKING NEWS

পি-২০ এখন পর্যন্ত সবচেয়ে সফল শীর্ষ সম্মেলন ছিল : ওম বিড়লা

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): লোকসভার স্পিকার ওম বিড়লা জি-২০ দেশগুলির সংসদের অধ্যক্ষদের সম্মেলন পি-২০ কে এখন পর্যন্ত সবচেয়ে সফল শীর্ষ সম্মেলন বলে বর্ণনা করেছেন। বিড়লা রবিবার বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যৌথ ইশতেহারে ঐকমত্যের পরে, এখন পি-২০–তেও দেশগুলি যৌথ ইশতেহারে ঐক্যমতে পৌঁছতে সফল হয়েছে।

এদিন সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিড়লা বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে, সম্মেলনটি ভারতের অনুপ্রেরণামূলক ভূমিকার অংশ হিসাবে মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নকে উত্সাহিত করতে সম্মত হয়েছে। সমস্ত দেশ ভারতীয় সংসদে পাস হওয়া নারী শক্তি বন্দন বিল ২০২৩ কে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর ইন্দোনেশিয়ায় যৌথ ঘোষণায় কোনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। সন্তোষ প্রকাশ করে বিড়লা বলেন, পি-২০ তে যৌথ ঘোষণার চুক্তি ভারতের নেতৃত্ব এবং সংকল্পকে প্রতিফলিত করে।

বিড়লা গর্ব প্রকাশ করেছেন যে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, নয়াদিল্লি পি-২০ শীর্ষ সম্মেলনে সর্বকালের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পর প্যান-আফ্রিকান সংসদ প্রথমবারের মতো পি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। জি-২০ এবং আমন্ত্রিত দেশগুলোর সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারসহ ৪৮ জন সংসদ সদস্যসহ মোট ৪৩৬ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *