নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : সোমবার আইজল যাওয়ার পথে রাজ্যের এমবিবি বিমানবন্দরে অবতরন করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিছুক্ষন সময় এমবিবি বিমান বন্দরের ভিআইপি লঞ্চে থাকবেন তিনি। এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রাহুল গান্ধীর এমবিবি বিমান বন্দরে অবতরন করার কথা রয়েছে। সেখানে প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এমবিবি বিমানবন্দরে যাবেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। জানা গেছে প্রতিনিধি দলে থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ আরও তিনজন কংগ্রেস নেতা।
উল্লেখ্য সোমবার চার্টার্ড বিমানে আইজল যাচ্ছেন রাহুল গান্ধী। তবে আইজল সফরের মধ্যে আগরতলা এমবিবি বিমানবন্দরে জ্বালানির জন্য তার বিমান অবতরণ করবে। সেখানেই ভিআইপি লঞ্চে রাজ্য নেতৃত্বদের সঙ্গে দেখা করবেন তিনি। তারপরেই তিনি আইজলের উদ্দেশ্যে রওনা দেবেন। সোমবারই বিকেলে তিনি আইজল থেকে ফের এমবিবি বিমানবন্দরে আসবেন। সেখান থেকে চার্টার্ড বিমানেই ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।
তবে এই খবর রাজনৈতিক মহলে ছড়িয়ে পরতেই জোর জল্পনা শুরু হয়েছে। ভোটের মুখে প্রদেশ নেতৃত্বদের সঙ্গে কংগ্রেস নেতার এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একপ্রকার কংগ্রেসকে চাঙ্গা করতে তার এই সফর যথেষ্ট সাহায্য করবে।