ভোপাল, ১৫ অক্টোবর (হি. স.) : মহান বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন ডঃ আব্দুল কালামকে তাঁরা জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । রবিবার তাঁকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মহান বিজ্ঞানী, ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি, শ্রদ্ধেয় আবদুল কালাম জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। জাতির উন্নতির জন্য নিবেদিত আপনার জীবন আমাদের সকলকে একটি শিক্ষিত, শক্তিশালী, সক্ষম ও গৌরবময় দেশ গঠনে সম্ভাব্য সব ধরনের অবদান রাখতে অনুপ্রাণিত করবে।