করিমগঞ্জ (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : রবিবার করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন এবং করিমগঞ্জ ড্রাগ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক আড়ম্বরপূর্ণ সভায় কাছাড় ক্যানসার হসপিটাল এবং রিসার্চ সেন্টারের ডিরেক্টর রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্ৰাপ্ত পদ্মশ্রী ডা. রবি কান্নান আর-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ক্যানসার বিশেষজ্ঞ ডা. রবি কান্নানকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানসার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. রিতেশ তাপকিরে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেবব্রত দত্ত। করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তারাকিশোর বণিক, স্বপন ঘোষ, কাঞ্চন চৌধুরী, বিরাজ নাথ সহ বেশ কয়েকজন।
সভায় করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২-টনের এসি মেশিন বারইগ্রাম ক্যানসার হাসপাতাল শাখার জন্য দান করা হয়েছে।