বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আটক দুই

আগরতলা, ১৪ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে মহালয়ার ভোরে খোয়াই পহরমুড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ড্রাগস, হেরোইন, নগদ ৫১ হাজার ৮১০ টাকা সহ একজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। 

খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে  জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ প্রহর মরার ওই বাড়িতে হানা দেয়। হানা দিয়ে যথারীতি সাফল্য পায় পুলিশ। পুলিশ জানিয়েছে বেশ কিছুদিন ধরেই বাড়ির মালিক বাড়িতে নেশা জাতীয় সামগ্রী মজুদ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এসব নেশা সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও পাচার করা হত বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।

উল্লেখ্য খোয়াই সীমান্তবর্তী এলাকার সহ শহর ও শহরতলীতে নেশা কারবারি ও নেশাখোরদের দৌরাত্ম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে বিস্তীর্ণ এলাকা । যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মাঝে মধ্যে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলেও নেশাখোরদের দৌরাত্ম পুরোপুরি বন্ধ করা কষ্টকর হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনের একার পক্ষে এ ধরনের ভয়ংকর প্রবণতা বন্ধ করা সম্ভব নয়।

 মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সমাজ সচেতন সকল অংশের জনগণকে এগিয়ে আসতে হবে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই সকলকে নেশা বিরোধী অভিযানে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। 

মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য যে অঙ্গীকার গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবেই অপারেশন সঞ্জীবনী  চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ধরনের অভিযানে প্রতিনিয়তই সাফল্য পাচ্ছে পুলিশ ও প্রশাসন। এক্ষেত্রে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন মহকুমা পুলিশ আধিকারিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *