ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৩ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল শেষ হবে। অল ত্রিপুরা চেস এসোসিয়েশন আয়োজিত এবারকার টুর্নামেন্টে ওপেন বিভাগে ২৭ জন এবং বালিকা বিভাগে ১০ জন দাবারু অংশ নিয়েছে। স্থানীয় এনএসআরসিসি-তে আয়োজিত টুর্নামেন্টে ওপেন বিভাগে মোট ছয় রাউন্ডের খেলায় আজ প্রথম দিন বেলা সাড়ে দশটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ৩ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল হবে পরবর্তী তিন রাউন্ডের খেলা। বালিকা বিভাগে মোট চার রাউন্ডের খেলার মধ্যে আজ প্রথম দিন তিন রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। ৩ রাউন্ডের খেলা শেষে আদ্রিজা দেবনাথ আড়াই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শ্রেয়শী সাহার প্রাপ্ত পয়েন্ট আড়াই হলেও ভোকলস-এ শ্রেয়সী রয়েছে দ্বিতীয় শীর্ষে। এছাড়া অঙ্কিতা সরকার, একান্তিকা সরকার ও নিলাক্ষী দেবনাথ প্রত্যেকে দুই করে পয়েন্ট পেয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা খবর লেখা পর্যন্ত সময়ে চলছে। দ্বিতীয় রাউন্ডের শেষে সোমরাজ সাহা, শাক্য সিংহ মোদক, প্রাঞ্জল দেবনাথ, দেবজিত দে, আয়ুস সাহা, এবং অনুরাগ ভট্টাচার্য প্রত্যেকে দুই করে পয়েন্ট পেয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে। অনুরাগ ভট্টাচার্য ও রুদ্র মজুমদার পেয়েছে দেড় করে পয়েন্ট। তৃতীয় রাউন্ডের শেষে আয়ুষ সাহা অনুরাগ ভট্টাচার্য ও সাক্ষ্য সিংহ মোদক জয়ের ধারা অব্যাহত রেখে ৩ পয়েন্ট অর্জন করে যৌথভাবে শীর্ষে রয়েছে।
2023-10-14