তামুলপুরে সড়ক দুৰ্ঘটনা, হত এক, ধূলিস্যাৎ বাসগৃহ

তামুলপুর (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : তামুলপুরে ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক গৃহস্থের। একই ঘটনায় দুরন্ত গাড়ির ধাক্কায় ধূলিস্যাৎ হয়ে গেছে একটি বাসগৃহ।

দুর্ঘটনাটি শুক্রবার রাতে সংঘটিত হয়েছে। জানা গেছে, ভুটান থেকে আগত পিবি ০৪ এই ৮১৮০ নম্বরের পণ্যবাহী একটি ট্ৰেলার জাতীয় সড়কের পার্শ্ববর্তী জনৈক তপন কলিতার বাসগৃহে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কা দিয়ে তপন কলিতার ঘরে ঢুকে নিদ্রাচ্ছন্ন একজনকে চাপা দিয়ে মেরে ফেলে ট্রেলারটি। ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাতেই অকুস্থলে ছুটে যায় তামুলপুর সদর থানার পুলিশ। পুলিশ হতাহতদের উদ্ধার করে নিয়ে যায় সরকারি হাসপাতালে। নিহত ব্যক্তির ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রেখে আহতদের চিকিৎসা চলছে।