আজ মহালয়া: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে আগমনীর বার্তা

আগরতলা, ১৪ অক্টোবর: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে। সেই অনুযায়ী ভোরের আলো ফুটতেই মানুষ কাতারে কাতারে নদী কিংবা দীঘির ঘাটে পিতৃপুরুষের তর্পণের জন্য হাজির হয়েছেন। এই চিত্র প্রতিবছরের ন্যায় এবছর ও দেখা গেছে। তেমনি উৎসবে মাতোয়ারা উৎসাহী মানুষের ঢলও মহালয়ার ভোরে রাজপথে আছড়ে পড়েছে। সারারাজ্যেই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে।

এদিন আগরতলার লক্ষ্ণীনারায়ণ বাড়ী দীঘি সহ শহরের বিভিন্ন স্হানে  জলাশয়ে পিতৃতর্পণের জন্য প্রচুর লোক সমাগম হয়েছে। তাছাড়া আজ লক্ষ্ণীনারায়ণ বাড়ী সংলগ্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগে ভোর চারটা থেকে চণ্ডীপাঠ শুরু করা হয়েছিল। এদিন চণ্ডীপাঠ শুনতে উপস্থিত ছিলেন কাউন্সিলর রত্না দত্ত সহ স্হানীয় মানুষ।

তাছাড়া এদিন মহালয়ার সকালে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় উৎসাহী মানুষের ঢল। দেবীর আগমনকে ঘিরে আজ সকালে এমবিবি কলেজ চত্বরে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। উৎসবে মাতেয়ারা কলেজ পড়ুয়া সহ সকলের মধ্য সেলফি তুলতে দেখা গিয়েছে।

এদিন শহরের নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ, ট্রাফিক পুলিশ। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টে বসেছিল পুলিশ।পাশাপাশি বিভিন্ন গাড়ি ও স্কুটির সঠিক কাগজপত্র আছে কিনা,গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহার করছেন কিনা  তা পর্যবেক্ষন করা হয়েছে। তাছাড়া নেশাগ্রস্ত অবস্হায় গাড়ি চালালে তাঁদের জরিমানা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *