ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। উত্তরাখণ্ড শক্তিশালী দল হলেও ত্রিপুরার মেয়েরা জয়ের ব্যাপারে আশাবাদী। ত্রিপুরার মেয়েরা আগামীকাল খেলতে নামবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। খেলা ইন্দোরে, এস এস ক্রিকেট কমিউন-এ। ৮, ১০ ও ১২ অক্টোবর পর পর তিন রাউন্ডের খেলায় দু-দলের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণে অনেকটা বিষম পর্যায়ের দল মনে হলেও কোনও দল কাউকে হালকা ভাবে নিতে চাইছে না। উল্লেখ্য, রবিবারে উত্তরাখণ্ড তাদের প্রথম ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে বেঙ্গলকে হারানোর পর তৃতীয় ম্যাচে ও ছত্রিশগড় কে হারিয়েছে চার উইকেট এর ব্যবধানেই। তবে মাঝে হরিয়ানার কাছে ৪২ রানে পরাজিত হয়েছিল। এদিকে ত্রিপুরার ফলাফল উল্টোটা। প্রথম ম্যাচে হরিয়ানার কাছে নয় উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬০ রানে নাগাল্যান্ড কে পরাজিত করে জয়ের স্বাদ পেয়েছিল। বৃহস্পতিবারে বাংলার কাছে একপ্রকার ধরাশায়ী হয়েছে ২৪১ রানে হেরে। স্বাভাবিক কারণে আগামীকালের ম্যাচে উত্তরাখন্ডের পাল্লা ভারী। তবুও ত্রিপুরার মেয়েরা বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। বিগত তিনটি ম্যাচের ত্রিপুরা দলের ক্রিকেটারদের ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিরতির দিনগুলোতে। মাঠে ঠিক সময়ে খেলোয়াররা কেমন খেলে তাই দেখার বিষয়।
2023-10-13

