একই রাতে পাঁচ বাড়ি সহ শনি মন্দিরে চোরের হানা

আগরতলা, ১৩ অক্টোবর: চোরের দলের হাত থেকে রেহাই পাচ্ছেন না আমজনতা। প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল গভীর রাতে গোমতী জেলার পুলিশ লাইন সংলগ্ন আর এফ টিলা এলাকায় একই সাথে পাঁচ বাড়ি সহ শনি মন্দিরের হানা দিয়েছে চোরের দল।

জানা গেছে, গতকাল গভীর রাতে গোমতী জেলার পুলিশ লাইন সংলগ্ন আর এফ টিলা এলাকায় পাঁচ বাড়ি সহ শনি মন্দিরে হাত সাফাই করল চোরের দল। ঘরের জানালা ভেঙে প্রবেশ করেছে চোরের দল। চোরের দল হানা দিয়ে বেশ কিছু সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে পালিয়েছে। তাছাড়া মন্দিরের তালা ভেঙে চোরের দল  দানবাক্স ভেঙে অর্থ সহ  বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানা গেছে।