যথাযথ সুরক্ষা সহকারে উত্তর সিকিমের লাচুং-এ আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হল

গ্যাংটক, ১৩ অক্টোবর (হি.স.) : উত্তর সিকিমের লাচুং-এ আটকে পড়া পর্যটকদের শেষ দলকে যথাযথ সুরক্ষা সহকারে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকালে নিরাপদে তাদের ফেরানো হয়েছে।

সিকিমের দক্ষিণ লোনাক হ্রদ ফেটে যাওয়ার পর তিস্তা নদীতে বন্যার ফলে বহু পর্যটক আটকে পড়েছিল। উত্তর সিকিমের বিভিন্ন অংশে বহু পর্যটকের আটকে পড়ায় বিপত্তি তৈরি হয়েছিল। পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছিল। শুক্রবার পর্যটকদের শেষ দলকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভবপর হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারগুলি পর্যটকদের উদ্ধার করতে বদ্ধপরিকর ছিল। বন্যা দুর্গত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল বিমান বাহিনীর হেলিকপ্টারগুলি।

উদ্ধার অভিযানের শেষপর্বে ৩৮ জন হেলিকপ্টার করে নিরাপদে নিয়ে পাকিম গ্রিনফিল্ড বিমানবন্দরে অবতরণ করে। শেষ দলে ১৪ জন স্থানীয় নাগরিক এবং ৩৮ জন পর্যটক ছিলেন। ত্রাণ ও উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পর্যটন বিভাগের তিনজন আধিকারিক। ট্যাসের ভাইস প্রেসিডেন্ট এবং এসএসডিএমএ-এর নোডাল অফিসার নিরাপদে উদ্ধারকার্য সেরে ফিরেছেন। শুক্রবার সকালে লাচুং-এ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার মোট ১০০ জনকে নিরাপদে ফিরিয়ে এনেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *