নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয় নাগরিক ফিরে এলেন মাতৃভূমিতে। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়দের নিয়ে নতুন দিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান, এই ২১২ জনের মধ্যে ২১১ জন হলেন প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশু রয়েছে। ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ সে দেশের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে প্রথম বিমানটি ছাড়ে। দিল্লিতে এসে পৌঁছয় শুক্রবার সকালে। কেন্দ্রের তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’।
ইজরায়েল থেকে ফিরে আসা ভারতীয় নাগরিকদের বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরণ। সকলের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কথাও বলেছেন। দেশে ফিরে আসার পর এক মহিলা বলেছেন, “স্বাভাবিক জীবনযাত্রা সেখানে থমকে গিয়েছে, মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে না। মানুষ একই সাথে ভীত এবং ক্ষুব্ধ, এবং সীমান্তে যুদ্ধ চলছে।” আরও এক মহিলা জানিয়েছেন, “যখন এই সব শুরু হয়েছিল, তখন থেকেই আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগে ছিলাম। তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিল এবং আমাদের সঙ্গে যোগাযোগ করছিল।”
উল্লেখ্য, ‘অপারেশন অজয়’-এর বিশেষ বিমানে চেপে ভারতে ফেরার জন্য তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। তাঁদেরও শীঘ্রই ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কেন্দ্র। প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরু হয়েছে। তার পরেই ইজরায়েলে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। ১৪ অক্টোবর বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বিমান সংস্থা। সে কারণে আটকে পড়েছেন বহু ভারতীয়। জেরুজালেম, তেল আভিভ-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। কেউ অন্য পরিষেবা ক্ষেত্রের। কেউ কেউ পড়ুয়া। তাঁদের উদ্ধার করে দেশে ফেরাতে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। শুরু হয়েছে ‘অপারেশ অজয়’।
2023-10-13