নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর : ফের বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার রাজ্যে। শুক্রবার রাতে বাগবাসা থানার উদ্যোগে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী ও পাচারের কাজে ব্যবহৃত একটি গাড়িকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম দেবব্রত দে(৩১)। তার বাড়ি গোমতী জেলাতে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক। আটককৃত গাড়ির নাম্বার এন এল-০১-এল-৭১০৬। আটককৃত নেশা সামগ্রীর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
2023-10-13