ছিন্দওয়াড়া, ১৩ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার জুন্নারদেবের মূল বাজারে আগুনে পুড়ে যায় ১৭টি দোকান। শুক্রবার সকালে ছিন্দওয়াড়া জেলার জুন্নারদেব নগরের প্রধান বাজারে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ১৭টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় জুন্নারদেবের প্রধান বাজারের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানদার ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি। দমকলের দুঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানগুলি ছিল জুতো ও ফলের। ঘটনাস্থলে বিধায়ক সুনীল উইকে, এসডিএম নেহা সোনি, পুলিশ ও পুরসভার আধিকারিকরা আসে। ক্ষতিগ্রস্থ দোকানদাররা তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন।