হেমতাবাদ, ১৩ অক্টোবর (হি. স.) : উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার টিটিহি গ্ৰামে সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধার। শুক্রবার ঘটনাটি ঘটেছে ।
এদিন রান্নাঘরে ঢুকে জ্বালানির কাঠ নিচ্ছিল ওই বৃদ্ধা। সেইসময় একটি বিষধর সাপ ছোবল মারে। এরপরই তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম কমলা দাস (৬০)। হেমতাবাদ থানা টিটিই এলাকার বাসিন্দা ছিলেন তিনি। হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।