নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৩ অক্টোবর : এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রইল কৈলাশহরের পদ্মেরপাড় এলাকার জনগণ। মা ও ছেলের এক সাথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই হৃদয় বিদারক মর্মান্তিক মৃত্যুতে গোটা কৈলাশহর জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনার বিবরণে প্রকাশ, এলাকার বাসিন্দা মিরা দত্ত(৭০) আজ ভোরবেলা উনার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানা থেকে মেঝেতে পড়ে যান। তরিঘড়ি কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে তাকে নিয়ে যায় উনার ছেলে শান্তনু দত্ত। তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে মীরা দত্তের। পরবর্তী সময় উনার ছেলে শান্তনু দত্ত কর্তব্যরত চিকিৎসকের সাথে কথাবার্তা বলছিলেন তবে হঠাৎই তার হার্ড ব্লক হয়ে যায়, তিনিও ঘটনাস্থলে প্রাণ হারান। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৫৫ বছর। উনার এক কন্যাসন্তান রয়েছে। শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ মা ও ছেলের মৃতদেহ একসঙ্গে নিয়ে আসা হয় পদ্মেরপার এলাকায় ওদের নিজ বাড়িতে। মৃতদেহ নিয়ে আসার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমান। কান্নায় ভেঙ্গে পড়ে সবাই। উক্ত ঘটনার খবর পেয়ে মীরা দত্তের বাড়িতে ছুটে যান কৈলাশহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে থেকে শুরু করে সিপিআইএম দলের নেতৃত্বরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাশহর মহকুমা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
2023-10-13