নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ অক্টোবর : নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ভলেন্টিয়ারী হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা, মেডিকা হাসপাতাল কলকাতা এবং সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ অক্টোবর ২০২৩ বিশালগড় টাউন হলে অনুষ্ঠিত হবে এক বিশেষ স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন কলকাতার মেডিকা হাসপাতালের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা: কুনাল সরকার এবং ডাইবেটিলজিস্ট ডা: উত্তীয় গুপ্ত।
সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরে সকলের সার্বিক উপস্থিতি এবং পরিষেবা গ্রহণ করতে শীঘ্রই নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের তরফ থেকে এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে।
2023-10-13

