ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। ত্রিপুরার সিনিয়র ক্রিকেটাররা এখন দেরাদুনে। সৈয়দ মুস্তাক আলী তথা সিনিয়র পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য। খেলা দেরাদুনে। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর নাগাল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপে আরও পাঁচটি দল হলো তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি এবং কর্ণাটক। ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার খেলা তামিলনাড়ুর বিরুদ্ধে। পরবর্তী চারটি ম্যাচ যথাক্রমে ২১ অক্টোবর মধ্যপ্রদেশ, ২৩ অক্টোবর উত্তর প্রদেশ, ২৫ অক্টোবর দিল্লি এবং ২৭ অক্টোবর কর্নাটকের বিরুদ্ধে। গ্রুপ লিগের খেলায় কেমন খেলবে তার পরিচয় মাঠেই মিলবে। তবে এর আগে খেলোয়াড়রা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে। যাতে করে লীগ পর্যায়ের খেলায় নিজেরা কিছুটা সাফল্য পেতে পারে। তেমনি এক প্রস্তুতি ম্যাচে আজ, বৃহস্পতিবার মনিশঙ্কর মুরা সিংয়ের নেতৃত্বাধীন বি দল জয়ী হয়েছে। সুদীপ চ্যাটার্জির নেতৃত্বাধীন এ দলে সুদীপের প্রশস্ত ব্যাটে ৬২ রান, এছাড়া রজতের অপরাজিত ৪৪ ও শুভমের অপরাজিত ৩৪ রান নজর কেড়েছে। বিজয়ী মনিশংকরের টিমে বিক্রমের ব্যাটে ৮৩ রানের ইনিংস এবং অর্কপ্রভর ৩৭ রানের পাশাপাশি গণেশ সতীশের ব্যাটে ২৪ রান কিছুটা আশার আলো জাগিয়ে তুলেছে।
2023-10-12

