উত্তর ২৪ পরগনা, ১২ অক্টোবর, (হি.স.) : বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্ত নগরে একটি লটারি ছাপাখানায় ইডি-র তল্লাশি শুরু হয়। ছয়টি গাড়ি নিয়ে দশ-বারো জনের ইডি টিম হানা দেয় বলে জানা গিয়েছে।
কারখানার গেট বন্ধ করে চলে তল্লাশি শুরু হয় বলে জানা যায়। প্রশ্ন ওঠে, একাধিক তৃণমূল নেতার লটারি জেতার ব্যাপারেই কী এই তল্লাশি চলছে? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু পুর নিয়োগ দুর্নীতি একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে ইডি। এর মধ্যে লটারি ব্যবসায়ীদের ইডি-র স্ক্যানারের তলায় ফেলা হচ্ছে বলে জানা গিয়েছে।
লটারির ব্যবসা থেকে বেআইনি পথে কোন আয় হচ্ছে কিনা, সম্পত্তির হদিশ খুঁজে দেখতেই ইডি, আয়কর দফতর হানা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সূত্রে খবর, লটারির টিকিট থেকে কোটি কোটি টাকা ঢুকেছে একাধিক তৃণমূল নেতার অ্যাকাউন্টে। সেই টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি যাচাই করে দেখার জন্য একাধিক জেলায় লটারি ব্যবসায়ীর বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এমনকি, লটারি ব্যবসায়ীদের সঙ্গে শাসক দলের বা কোনও প্রভাবশালী নেতাদের কোনও যোগাযোগ আছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।