ভারত-আফগান ম্যাচে বেটিং! গ্রেফতার ৩

পানাজি, ১২ অক্টোবর(হি.স.): ক্রিকেট বিশ্বকাপেও ঢুকে পড়ল জুয়া। বুধবার ওডিআই বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচে বাজি ধরার কারণে গোয়া পুলিশ তিনজন ব্যক্তিকে গ্রেফতারও করেছে।

গোয়া পুলিশ জানিয়েছে, রাজধানী পানাজির পোরভোরিম এলাকার এক বাংলোতে এই অবৈধ কার্যকলাপ চলছিল। সেই সময় পোরভোরিম পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত তিনজনই কর্ণাটকের বাসিন্দা।

পোরভোরিম এক সিনিয়র পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ”পানাজির ওই বাংলো থেকে একটি ল্যাপটপ, ওয়াই-ফাই রাউটার, কিছু মোবাইল ফোন এবং এক লক্ষ টাকার কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গোয়া, দমন ও দিউ পাবলিক জুয়া আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।’