মুম্বই, ১২ অক্টোবর (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্যই আইএনডিআই জোট তৈরি হয়েছে। অনেক রাজ্যে বিধানসভা নির্বাচন স্থানীয় পর্যায়ে হয়, তাই সেখানকার স্থানীয় আসন অনুযায়ীই আসন ভাগাভাগি করা হবে। বললেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আইএনডিআই জোটে শুধুমাত্র লোকসভা নির্বাচন নিয়েই আলোচনা হয়, আর আমরা তাতেই সীমাবদ্ধ।”
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত আরও বলেছেন, “রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে কংগ্রেস বড় দল। তাই তাঁরা সিদ্ধান্ত নেবে তাঁরা কাকে নিজেদের সঙ্গে নিতে চায়।” সঞ্জয় রাউত দাবি করেছেন, “বিজেপি ২০২৪ সালে কেন্দ্রে সরকার গঠন করবে না। প্রধানমন্ত্রী হবেন না মোদী।”