স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ অক্টোবর: বৃহস্পতিবার কৈলাসহর দায়রা আদালত এক ব্যক্তিকে তার স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। জানা গেছে ২০২২ সালের ১৯ জুন রাত দশটায় চিনি বাগান ভূইয়াপাড়া এলাকায় রাখেল মুন্ডা নামে এক ব্যক্তি প্রচন্ড মদ্যপান করে তার বাড়িতে যায়। তখন তার স্ত্রীর সঙ্গে সে ঝগড়া করে। হঠাৎ করে একটি কাঠের টুকরো দিয়ে রাখেল মুন্ডা তার স্ত্রী মনি মুন্ডাকে মাথায় সজুড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মনি মুন্ডা ঘটনাস্থলেই মারা যায়। রাখেল মুন্ডা তার স্ত্রীকে হত্যা করে পাশেই মেয়ের বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায়।এদিকে সে নিজেই পাড়ার অন্যান্যদের কেউ এই কথা বলে। সেই দিন রাতে প্রচন্ড বৃষ্টি থাকায় সকালবেলা পুলিশ গিয়ে তাদের নিজ ঘর থেকে মনি মুন্ডার মৃত উদ্ধার করে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবেশী  রাধেশ্যাম ভর মামলা করেছিলেন থানায়। পুলিশ রাখেল মুন্ডাকে গ্রেপ্তার করে কৈলাসহর পিএস কেইস নম্বর ৩৮/ ২০২২, ৩০২ ধারায় মামলা নথিভূক্ত করে। পরবর্তী সময় ২০২২ সালের ৩১ আগস্ট চার্জশিট জমা করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই মৃণাল পাল। এই মামলায় মোট ১৬ জন সাক্ষী দেয়। বৃহস্পতিবার দায়রা জজ পি কুমার আসামি রাখেল মুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরো তিন মাসের জেল ঘোষণা করেছেন। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি সুনির্মল দেব।