ক্রীড়া প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ অক্টোবর : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিকেলে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলায় উপস্থিত ছিলেন। খেলা শেষে মুখ্যমন্ত্রী বিজয়ী দল লক্ষ্মীছড়া একাদশের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও ৪০ হাজার টাকার চেক তুলে দেন। রানার্সআপ ট্রফি ও ৩০ হাজার টাকার চেক মনুবনকুল একাদশের হাতে তুলে দেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্লু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু বাহিদ এ। জোলাইবাড়ি ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার পরিচালন কমিটির সভাপতি হরিশংকর সরকার। স্বাগত বক্তব্য রাখেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। প্রতিযোগিতার ফাইন্যাল খেলায় লক্ষ্মীছড়া একাদশ ২-০ গোলে মনুবনকুল একাদশকে পরাজিত করে।
2023-10-12

