রানিগঞ্জ, ১২ অক্টোবর (হি.স.): আসানসোলের রানিগঞ্জের নারায়ণকুড়ি কয়লাখনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের দেহ। সারারাত তল্লাশি চালানোর পর ৩ শ্রমিকের দেহ উদ্ধার হয়। বুধবার বিকেলে ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার অন্তর্গত নারায়ণকুড়ি খনিতে ধস নামে। তাতে কয়েক জন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা দেখা গিয়েছিল। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩ জন শ্রমিকের দেহ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) এসএস কুলদীপ বৃহস্পতিবার সকালে বলেন, ‘‘বৃহস্পতিবার ভোররাতে ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।’’ প্রসঙ্গত, ওই শ্রমিকেরা নারায়ণকুড়ি খনিতে অবৈধ ভাবে কয়লা সংগ্রহে নেমেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার সারা রাত ধরে দুর্ঘটনাগ্রস্ত খনিতে উপস্থিত ছিলেন। জানিয়েছিলেন, যত ক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ না শেষ হয়, তত ক্ষণ পর্যন্ত তিনি থাকবেন। ভোরবেলায় দেহ উদ্ধারের কাজ শেষ হওয়ার পরে অগ্নিমিত্রা খনি এলাকা থেকে ফিরে যান।

