শান্তিরবাজার, ১২ অক্টোবর:রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল রাতে শান্তির বাজার সুগারমিল এলাকায় মুদি দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে পালিয়েছে।
ঘটনার বিবরনে জানা যায় ,বুধবার রাত্রিবেলায় শান্তির বাজার সুগারমিল এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চোরের দল। বৃহস্পতিবার সকালে দোকান মালিক এসে চুরির বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে দোকান মালিক জানিয়েছেন, চোরের দল হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে পালিয়েছে। যার মধ্যে বেশিরভাগ সিগারেট চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক আরও জানান, আগেও একবার এই দোকানে চুরি হয়েছিল। চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। গতকাল রাতেও পুনরায় চুরি সংগঠিত হয়েছে। এই দোকানটি শান্তির বাজার থানা থেকে ডিলছোড়া দুরত্বে অবস্থিত। তা সত্বেও এইভাবে চুরি হওয়াতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।