আগরতলা, ১২ অক্টোবর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে রামনগর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এক ই-রিক্সা থেকে বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, গোপন সংবাদের সূত্রে রামনগর ফাঁড়িতে খবর আসে টিআর০১জি৪২১৫ নম্বরের ই-রিক্সা করে প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে প্রগতি রোডে ই-রিক্সাকে আটক করে তল্লাশি চালিয়েছে। তল্লাশিতে ৭৬০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। সাথে কাজল চন্দ্র দাস ও নয়ন দাস নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

