BRAKING NEWS

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের, মেরামতের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১১ অক্টোবর: রাস্তা সংস্কারের দাবিতে কৈলাশহর কীর্তনথলি এলাকায় জাতীয় সড়কের মধ্যে কৈলাশহর ও ফটিকরায়ের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, কীর্তনথলি এলাকার রাস্তাটির বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই জল কাঁদায় একাকার হয়ে যায় রাস্তাটি। স্থানীয়দের পক্ষ থেকে দফায় দফায় জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থাকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। পাশাপাশি প্রতিদিনই ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা। এমনকি ওই এলাকার বেশ কয়েকজনের বাড়িতে জল প্রবেশ করে বন্যায় পরিণত হয়েছে। তাই আজ এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে কীর্তনথলি এলাকায় জাতীয় সড়কের মধ্যে কৈলাশহর ও ফটিকরায়ের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা। যার ফলে যানজটের সৃষ্টি হয় মুহূর্তেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দীর্ঘ এক ঘণ্টা পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় সড়ক নির্মাণকারি সংস্থার আধিকারিক। উনি গিয়ে দীর্ঘ সময় অবরোধকারীদের সাথে আলোচনা করেন। আলোচনা শেষে তিনি তাদের আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই সেই রাস্তাটি সংস্কার করা হবে। এরপর উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *