নির্বাচনের সময় বিরোধীদের জাত-পাতের কথা মনে পড়ে : যোগী আদিত্যনাথ

মথুরা, ১১ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেন, নির্বাচনের সময় বিরোধীদের জাত-পাতের কথা মনে পড়ে। বাকি সাড়ে চারবছর বিরোধীরা ঘুমিয়ে ছিল। বুধবার মুখ্যমন্ত্রী যোগী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল ফেস্টিভ্যাল ফেয়ারে ভাষণ দেওয়ার সময় একথা বলেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বৈষম্য ছাড়াই সমাজের প্রতিটি স্তরকে সরকারি প্রকল্পের সুবিধা দিচ্ছেন।

মুখ্যমন্ত্রী যোগী বুধবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল ফেস্টিভ্যাল ফেয়ার ও বিরাট কিষাণ সেমিনারে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন কৃষকদের জন্য উৎসর্গ করা হয়েছিল। এই কৃষকরাই খাদ্য সরবরাহ করে। প্রতিটি হাতে কাজ, প্রতিটি মাঠে জলের স্লোগান দিয়েছেন তিনি। ডবল ইঞ্জিন সরকার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সংকল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, ভারতকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী গ্রাম, কৃষক, যুবক ও মহিলাদের মাধ্যম হিসেবে তৈরি করেছেন। যার ফল আজ আমাদের সবার সামনে। প্রধানমন্ত্রী মোদী মাতৃভূমির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এই কারণে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পরে, ২০১৪ সালে মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দেন।